বুধবার, জুলাই ১৬, ২০১৪

মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অভাব দলগত প্রচেষ্টার কাছে কিছুই নয়-বেকেনবাওয়ার

লিজেন্ড ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বলেছেন, জার্মানির বিশ্বকাপ জয় এটাই প্রমাণ করেছে দলগত ঐক্যই সব কিছু লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অভাব দলগত প্রচেষ্টার কাছে কিছুই নয়
রোববার রিওডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ে মারিও গোটশের দেয়া একমাত্র গোলে জোয়াচিম লো শিষ্যরা - গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জয় করে
জার্মান দল এবং কোচের ভুয়সী প্রশংসা করে বেকেনবাওয়ার বলেন, দলটি সত্যিকারের সুপারস্টার বিষয়ে স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘জোয়াচিম লে সব কিছুই সঠিকভাবে করেছেন পুরো জার্মান দলটিই বিশ্ব চ্যাম্পিয়ন কারণ টুর্নামেন্টে এটাই ছিল সেরা দল
তিনি আরও বলেন, ‘পুরো দলের সাফল্যের কারণে তারাই ছিল জার্মানির সেরা দূত আমাদের মেসি কিংবা রোনাল্ডো ছিল না, আমাদের একক কোন সুপারস্টার ছিল না সুপারস্টার ছিল দলটা জার্মান দলটাকে হারানো খুব কঠিন হবে আমার কথা ভুল না হলে বলতে পারি আগামী কয়েক বছর তারা অপরাজিত থাকবে
পুরো টুর্নামেন্টেই অসাধারণ পারফরমেন্স করা শ্যালকে ডিফেন্ডার বেনেডিক্ট হোয়েডেসের কথা বিশেষভাবে উল্লেখ করেন জার্মান দলের সাবেক কোচ অধিনায়ক তিনি বলেন, ‘সে পুরোপুরি ভিন্ন পজিশনে খেলেছে এবং বেশ মানসম্মত পারফরমেন্স করেছে হোয়েডেস আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে