গত মৌসুম ভালো কাটে নি।
তবে এবারের মৌসুমে সবগুলো শিরোপা চাই।
ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাই আঁটঘাট বেধেই পরবর্তী মৌসুমে মাঠে নামছে।
এর আগে ইংলিশ দলটিকে বিশ্বের শীর্ষ ধনী ক্লা্বের আসনে বসিয়ে দিয়েছে অ্যাডিডাস।
বিশ্বের খ্যাতনামা এই ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিশাল বাজেটের এক চুক্তি স্বাক্ষর করেছে ম্যানইউ।
পরবর্তী এক দশক ম্যানইউর সমস্ত ক্রীড়া সামগ্রী সরবরাহ করবে অ্যাডিডাস।
এ জন্য প্রতি বছর অ্যাডিডাসের কাছ থেকে ৭৫ মিলিয়ন পাউন্ড সমপরিমাণ অর্থ পাবে ম্যানইউ।
যা ক্লাবটিকে বিশ্বের শীর্ষ ধনী ক্লাবের তালিকা্র এক নম্বরে পৌঁছে দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটিকে।
এর আগে এই সম্মান স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দখলে ছিল।
ক্রীড়া সামগ্রী সরবরাহের ব্যাপারে এতোদিন নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ ছিল ম্যানইউ।
অবশ্য ২০১৫/১৬ মৌসুম থেকে এই চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে অ্যাডিডাস।
তবে অ্যাডিডাসের সঙ্গে ম্যানইউর এই চুক্তির খবর প্রচারিত হওয়ার পরপরই শেয়ার বাজারে ইংলিশ ক্লাবটি দাম রাতারাতি বেড়ে গেছে।
নিউ ইয়র্কে স্টক এক্সচেঞ্জে এক রাতেই ম্যানইউর শেয়ারে দাম বেড়েছে ৫ শতাংশ হারে।
আন্তর্জাতিক মিডিয়াগুলোর দেওয়া তথ্যমতে, অ্যাডিডাসের
সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ম্যানইউর মোট দাম দাঁড়িয়েছে ২.১ বিলিয়ন পাউন্ড।
এদিকে, এমন
বিপুল পরিমাণ অর্থ চুক্তির পর ম্যানইউ কর্মকর্তারা আগামী মৌসুমের সবগুলো শিরোপা জেতার জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
নতুন কোচ লুই ফন গল দলের সঙ্গে যোগ দিতে ইতোমধ্যে রওনা হয়ে গেছেন।
ব্রাজিল বিশ্বকাপে তার বিচক্ষণ কোচিংয়েই তৃতীয়স্থান অধিকার করেছে নেদারল্যান্ডস।
আসরে একটি ম্যাচও হারেনি দেশটি।
ম্যানইউ কর্মকর্তা ও ভক্তরা আশা করছেন আসন্ন মৌসুমে ফন গল তাদের প্রিয় ক্লাবটিকেও একের পর এক সাফল্য উপহার দিবেন।
যদিও ক্লাবের ফুটবলাররা কিছুটা আতঙ্কেই রয়েছেন।
ফন গল কাকে রাখবেন আর কাকে বাদ দিবেন-ফুটবলাররা আতঙ্কিত হয়ে আছেন এই চিন্তাতেই।
বর্তমানে ক্লাব
ফুটবলের শীর্ষ
৫ চুক্তি
(বছর প্রতি)
:
ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাডিডাস-৭৫ মিলিয়ন পাউন্ড
ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাডিডাস-৭৫ মিলিয়ন পাউন্ড
রিয়াল মাদ্রিদ-অ্যাডিডাস-৩১ মিলিয়ন পাউন্ড
আর্সেনাল-পুমা-৩০ মিলিয়ন পাউন্ড
লিভারপুল-ওয়ারিয়র-২৩ মিলিয়ন পাউন্ড
বার্সেলোনা-নাইকি-২২ মিলিয়ন পাউন্ড