চরিত্রকে সঠিকভাবে রূপ দেয়ার জন্য যে কোন ত্যাগ সহজেই মেনে নিতে
সবসময় প্রস্তুত প্রিয়াঙ্কা চোপড়া। নিজের অভিনীত প্রতিটি ছবিতেই এর
প্রমাণ রেখেছেন তিনি। এবার চরিত্রের প্রয়োজনে মাত্র ২০ দিনে ৭ কেজি ওজন
কমানোর রেকর্ড করলেন তিনি।
সম্প্রতি পরিচালক
জোয়া আখতারের ‘দিল ধরেকনে দো’ চলচ্চিত্রের জন্যে এ ওজন কমিয়েছেন
প্রিয়াঙ্কা। চলচ্চিত্রটিতে প্রিয়াঙ্কাকে পাঞ্জাবী এক ব্যবসায়ীর চরিত্রে
অভিনয় করতে দেখা যাবে। আর এই চরিত্রের জন্যই নানা কসরত করে অসাধ্য সাধন
করেছেন তিনি। কারণ পরিচালক জোয়া আখাতারের কথা ছিলো
স্বল্প
সময়ের মধ্যে ওজন না কমাতে পারলে প্রিয়াঙ্কাকে নিয়ে চলচ্চিত্র বানাবেন
না। এর আগে ‘মেরি কম’ চলচ্চিত্রের জন্যে প্রিয়াঙ্কাকে একটু মেদবহুল
হতে হয়েছিলো। কারণ মেদের উপরেই জিম করে বক্সার লুক আনতে চেয়েছিলেন
চলচ্চিত্রটির পরিচালক। উল্লেখ্য, স্বল্প সময়ে ওজন কমাতে প্রিয়াঙ্কাকে
সাহায্য করেছে মেরিকমের ট্রেনার বক্সার ঝরণা সাংভি।