অনেক জল্পনা-কল্পনার পর ঢাকা মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ ৪ জনকে উপদেষ্টা, ৬ জনকে যুগ্ম আহ্বায়ক, ৪৩ জনকে সদস্য করা হয়েছে। শুক্রবার রাতে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, ঢাকা মহানগর বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করে চেয়ারপারসনের পরামর্শক্রমে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেছেন। এই কমিটিকে আগামী ০১ (এক) মাসের মধ্যে ঢাকা মহানগরীর সকল ওয়ার্ড ও থানা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে। ওয়ার্ড ও থানা কমিটি গঠন করার এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
আহ্বায়ক কমিটির চার উপদেষ্টা হলেনÑ আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা ও আবদুস সালাম। ছয় যুগ্ম আহ্বায়ক হলেন- আবদুল আওয়াল মিন্টু, সালাউদ্দিন আহমেদ, কাজী আবুল বাশার, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, এমএ কাইয়ূম ও আবু সাঈদ খান খোকন। সদস্যরা হলেনÑ গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, এসএ খালেক, আবুল খায়ের ভূঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাসির উদ্দিন অসীম, শাহাবুদ্দিন আহমেদ, আবদুল লতিফ, আবদুল মজিদ, আনোয়ারুজ্জামান আনোয়ার, সামিউল হুদা, সাজ্জাদ জহির, একরামুল হোসেন, ইউনুস মৃধা, বজলুল বাসিত আঞ্জু, সাদেক আহমেদ, আলী আকবর মাতবর, নিতাই চন্দ্র ঘোষ, আহসান উল্লাহ হাসান, বোরহানউদ্দীন জামান ওমর, হারুনূর রশিদ হারুন, সিরাজুল ইসলাম সিরাজ, গোলাম হোসেন, তানভীর আদেল বাবু, আবুল হাসান তালুকদার, আবু মোতালিব, আলী ইমাম আসাদ, আবদুল মতিন, আবদুস সামাদ, হাজি আলতাফ হোসেন, ফরিদ আহমেদ, আনোয়ার পারভেজ বাদল, আক্তার হোসেন, নবীউল্লাহ নবী, মীর হোসেন মীরু, ফখরুল ইসলাম ফরু, ফেরদৌস আহমেদ মিষ্টি, তানভীর আহমেদ রবিন, শেখ রবিউল আলম, কফিল, আরিফুর রহমান নাদিম, জাফরুল, এসএম জিলানী।