প্রতি ঈদেই নারীদের আকর্ষণ থাকে নির্দিষ্ট একটি ড্রেসের দিকে। গতবারের ঈদে নারীদের আকর্ষণ যেমন ছিল আনারকলি ড্রেসের দিকে, এবারের আকর্ষণ ভিন্ন দিকে। আনারকলি ড্রেসগুলো সাধারণত হাঁটুর কিছুটা নিচ পর্যন্ত ছড়ানো থাকে। কিন্তু এবারে ঈদের আকর্ষণের তালিকায় শীর্ষে রয়েছে পায়ের পাতা পর্যন্ত ছড়ানো একটি ড্রেস যার নাম ফ্লোরটাচ। ড্রেসটি ফ্লোরকে টাচ করে থাকে বলেই এর নামকরণ করা হয়েছে ফ্লোরটাচ।
ফ্লোরটাচ গাউন নামের এই পোশাকটি বসুন্ধরা শপিংমলের প্রায় প্রতিটি দোকানেই সাজিয়ে রাখা হয়েছে। বোম্বে থেকে আমদানি করা নেট ও জর্জেটের তৈরি এই পোশাকটিকে অনেকে প্রিন্সেস ড্রেস হিসেবেও অভিহিত করছেন। বর্তমানে এই ড্রেসটিই বাঙালি নারীর পছন্দের তালিকায় রয়েছে। বসুন্ধরার বিভিন্ন দোকান কর্মচারীর সাথে কথা বলে জানা যায় এই আকর্ষণীয় পোশাকটির মূল্য মোটামুটিভাবে ৭০০০-৫৫০০০ টাকার মধ্যে।
এ্ই ড্রেসটির পাশাপাশি এবারের ঈদের বাজারে নারীদের জন্য রামলীলা ড্রেস যার উপরে কোটি আর নিচে ঘাঘরা, বিভিন্ন ডিজাইনের আনারকলি, বোঝে না সে বোঝে না ড্রেস অর্থাৎ পাখি ড্রেস, মধুরমা, তেরেঙ্গা, মনের খুশি এবং ফড়িং নামের ড্রেসগুলোর ক্রেতা চাহিদাও রয়েছে প্রচুর। এগুলোর মূল্য ধরা হয়েছে ১০০০০-২০০০০ টাকার মধ্যে।