সুব্রত সেন পরিচালিত আসন্ন সিনেমা ‘সাদা ক্যানভাস’র পোস্টার আটকে দিয়েছে ‘ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেন্সরশিপ’। ছবিটির পোস্টারে সিনেমার মুখ্য নারী চরিত্র মালবিকা
ব্যাকলেস চেহারায় আছেন এবং সেই কারণেই সেন্সরবোর্ড এই ছবিটির পোস্টারকে আটকে দিয়েছে।
কিন্তু একই
ধরনের ব্যাকলেস ভঙ্গিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ‘চারুলতা ২০১১’ এর পোস্টারটি নিয়ে কোনো ধরনের সমস্যা না করেই ছাড় দিয়েছিল
সেন্সর বোর্ড।
‘সাদা ক্যানভাস’র পোস্টার ডিজাইনার গৌতম বরাট
জানিয়েছেন, "ব্যাকলেস নারী এবং তার পা
দেখানো হয়েছে বলে সেন্সরবোর্ড সমস্যা করছে। কিন্তু এইভাবে পোস্টার আটকে দেওয়া ঠিক নয়, সমস্তই নির্ভর করে সেন্সর বোর্ডের
সদস্যদের নিজেদের মর্জির
ওপর।"
সেন্সর বোর্ডের
এই ধরনের কাজের জন্য অসম্ভব ক্ষুব্ধ ছবির প্রযোজক পঙ্কজ আগরওয়াল বলেছেন, "চারুলতা ২০১১’ ঋতুপর্ণার ছবিটি আসলে কী কারণে ছাড়
দেওয়া হয়েছিল যদি
ব্যাকলেস অবতার আশালীনতার কারণ হয়।"
তিনি অসম্ভব
আক্ষেপ করে জানিয়েছেন, "কোনো নির্দিষ্ট
একটি বিষয় নিয়ে সবার জন্যই সমান
নির্দেশ দেওয়া উচিত, কাউকে ছেড়ে
দেওয়া আর অন্য কাউকে একই কারণে আটকানো ঠিক নয়।"
আপাতত এই বিষয়ে
কোনো উত্তর দিতে