রবিবার, জুলাই ০৬, ২০১৪

অমিতাভ বচ্চনের উদ্দেশ্যে টুইট করলেন শাহরুখ!



ছোট পর্দায় কেরিয়ার শুরু করে আজ বলিউডের মুকুটহীন বাদশা হয়েছেন শাহরুখ খান। সেকারণেই বোহধয় টেলিশো যুদ্ধর অপেক্ষা করছেন কিং খান।অমিতাভ বচ্চনকেও একথা জানিয়েছেন শাহরুখ। এই টেলি শোয়ের মাধ্যমেই প্রথমবার ছোট পর্দায় অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। শাহরুখ মনে করেন এই ধারাবাহিকটি ছোট পর্দার শো গুলির একটি বিকল্প হতে পারে।
কিং খান শনিবার ট্যুইটারে বিগ বি কে জানিয়েছেন, ‘যুদ্ধর অপেক্ষা করছি। আমার পুরো বিশ্বাস এই শো নিজের মতোই একটা আলাদা শো হবে, যেমন আপনারক অন্য শো গুলি হয়ে থাকে।
শাহরুখও নিজের অভিনয় শুরু করেছিলেন ফৌজিসার্কাসধারাবাহিকের মাধ্যমে। নিজের কাজের মাধ্যমেই তিনি পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। শাহরুখের প্রথম ছবি ছিল দিওয়ানা। যদিও অমিতাভ বচ্চন ২০০০ সালে টেলিভিশন শো কৌন বনেগা ক্রোড়পতিশোয়ের মাধ্যমে প্রথম ছোটপর্দায় আসেন।