শুক্রবার, জুলাই ১৮, ২০১৪

নারীর যেসব ভুলের কারণে সুখের জীবনে সমস্যা হয়

এককীত্ব জীবনের অবসান ঘটনানোর মূল্য উদ্দেশ্যই হলো জীবনে সুখের সন্ধান করা। আর এ জন্যই মানুষকে বেছে নিতে হয় সংসার নামক জগতে অর্থাৎ বিয়ে। কিন্তু বিয়ের পর সবকিছুই কেমন যেন বদলে যায়। বিবাহিত জীবনে সমস্যা সামলাতে কতো কিছ্ইু না করেন একজন নারী। কিন্তু তার সেই কাজগুলোই অনেক ক্ষেত্রে বিপরীত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে নারীর যেসব ভুলের কারণে সুখের সংসার ভেঙে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে পাঠকদের জন্য।
অবচেতনভাবে পুরনো প্রেমিকের প্রতি আসক্তি
অন্তরঙ্গ মুহূর্ত বা যেকোনো পরিস্থিতিতে অবচেতনভাবে পুরনো প্রেমিক মনের ভেতর লুকিয়ে থাকলে আপনার সর্বনাশ হতে বাধ্য। স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপনে এ বিষয়টি বিরাট এক বাধা। স্বামীর যোগ্যতার সঙ্গে পুরনোর তুলনা না করে নিজের মানুষটির ভালো দিকগুলো নিয়ে ভাবুন।
স্বামী না বলা পর্যন্ত তার ইচ্ছা পূরণে এগিয়ে আসেন না
নারীদের তুলনায় পুরুষরা শক্ত হয়ে চায়, কিন্তু দুর্ভেদ্য নয়। তারা সব প্রয়োজনের কথা খুলে বলেন না। কিন্তু স্ত্রীর সঙ্গে নানা প্রয়োজনে বিশেষ করে যৌনতার ক্ষেত্রে তারা যদি অনুভব করেন যে আপনি বেশি ব্যস্ত এবং তার ইচ্ছের কথা জানার কোনো আগ্রহ আপনার নেই, তাহলে আপনার স্বামী মূর্তি হয়ে থাকবে। কাজেই তার ইচ্ছের কথা জানতে চাইতে হবে।
স্বামী কী ভাবছেন তা কল্পনা করে নেওয়া
যদি মনে করেন আপনার স্বামী কী বলবেন বা কী করবেন তা আপনি আগেই বুঝে ফেলেন, তবে ভুল করছেন। এই বেশি বোঝার মনোভাব সম্পর্কে ক্ষত তৈরি করে। সবকিছুতে ধারণা করে নেওয়াটা মোটেও ভালো নয় এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
স্বামীর ভালো বিষয়গুলো তুলে ধরেন না
আপনার সঙ্গী অপদার্থ হলেও তার অন্য ভালো দিকগুলো তুলে ধরুন। অথবা তার মতোই করিৎকর্মা আপনি হলেও তাকে তার অবদানের জন্য ধন্যবাদ দিন। যদি তিনিও আপনাকে প্রেরণা না দেন তবে তা খুলে বলুন।
ভালোবাসলেও আপনার অভিযোগ তুমি আমায় ভালোবাসো না
আপনার স্বামী আপনাকে যতোই ভালোবাসুন, তা পুরুষরা সাধারণত মুখ ফুটে বলতে চান না। কিন্তু তাদের ভালোবাসা প্রকাশ পায়। এটি পাওয়ার পরও যদি মনে হয় তিনি আপনাকে ভালোবাসেন না, তবে সে ক্ষেত্রে আপনার উপলব্ধির বিষয়টি বিবেচনায় আনতে হবে।