বাংলাদেশের জন্য সহায়তা কমালো নরেন্দ্র মোদি সরকার। গত বছরের তুলনায় এ সহায়তা কমানো হয়েছে শতকরা ৬০ ভাগ। গত অর্থবছরে বাংলাদেশের জন্য ভারতের এ সহায়তা বাজেট ছিল ৫৯০ কোটি রুপি। কিন্তু তা কমিয়ে এবার ৩৫০ কোটি রুপি প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশের ক্ষেত্রে এ সহায়তা কমানো হয়েছে ২৪০ কোটি রুপি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে আরও বলা হয়, দেশটির ২০১৪-১৫ অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বাজেট বেড়েছে ২৫ শতাংশ। সেখানে প্রতিবেশী সবগুলো দেশের ক্ষেত্রে সহায়তার অঙ্ক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ছাড়া অন্য সব দেশের ক্ষেত্রেই বাড়ানো হয়েছে সহায়তার পরিমাণ। ভুটানের জন্য সহায়তার অংশ ৪১০৯ কোটি রুপি থেকে ৬৮ শতাংশ বেড়ে হয়েছে ৬০৭৪ কোটি রুপি। নেপালের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫০ কোটি, যা গত অর্থবছরের তুলনায় ৭০ কোটি বেশি। শ্রীলঙ্কার জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি। আফগানিস্তানের জন্য বাজেট ৬৭৬ কোটি। বিগত অর্থবছরের তুলনায় ২৭.৭৬ কোটি বেশি। প্রতি অর্থবছরেই ভারতের বাজেটে পার্শ্ববর্তী দেশ ও আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশের জন্য মানবিক সহায়তা ও ঋণ বাবদ অর্থ বরাদ্দ রাখা হয়।