নতুন এ বচনের নাম ‘কাঁঠালের মাদক’। স্বাদে-গন্ধে নতুন এ মাদকের আবিষ্কারক স্থানীয় মাদকসেবীরা। কাঁঠাল থেকে তৈরি না হলেও মাদকের কালিমা লেপন করা হয়েছে নির্দোষ এ রসালো ফলের গায়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদকসেবীর বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, পরিমাণমত হিস্টাসিন ট্যাবলেট, ভিটামিন-সি ও ঘুমের ট্যাবলেট গুড়া করে বিশেষ পদ্ধতিতে তৈরি হচ্ছে এ নেশা জাতীয় ‘কাঁঠালের মাদক’। এটি সেবনের কিছুক্ষণ পর মাথা ঝিমঝিম করতে থাকে এবং মাদকতাময় আবেশ সৃষ্টি হয়। ফেন্সিডিল, গাঁজা ও হেরোইনের বিকল্প হিসেবে মাদকসেবীরা ‘কাঁঠালের মাদক’ দিয়ে নেশা মেটাচ্ছে বলে সূত্র জানায়।
সূত্র আরো জানায়, সম্প্রতি সাতক্ষীরার পুলিশ ও প্রশাসন মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদকের সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। মাদক পেলে রেহাই নেই। সাজা অবধারিত জেনে অনেকেই মাদক থেকে দুরে সরে গেছেন। অনেকে জেল খাটছেন। অনেকে গা ঢাকা দিয়েছেন। এতে করে মাদকসেবীরা বিপাকে পড়েছেন। মদ-গাঁজা-ফেন্সিডিল-হেরোইনের বিকল্প নেশা হিসেবে চক্রটি ‘কাঁঠালের মাদক’ আবিষ্কার করে তা এলাকায় ছড়িয়ে দিচ্ছে।