শুক্রবার, জুলাই ১৮, ২০১৪

বিএনপির ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুকে। এছাড়া যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে ২৯জনকে। কমিটিতে কোনো সদস্য সচিব রাখা হয়নি। বৃহস্পতিবার দিবাগত রাতে এক সভায় ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠিত হয়। বিএনপির গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়া নতুন কমিটিকে অনুমোদন দিয়েছেন। খুব শিগগিরই এ কমিটি ঘোষণা করা হবে। আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, কমিশনার এম এ কাইয়ুম রয়েছেন বলে জানা গেছে। নতুন কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ মে সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে ঢাকা মহানগর বিএনপির ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।  ছয় মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব¡ দেয়া হয়। কিন্তু ওই কমিটি নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হওয়ায় তা পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়।