রবিবার, জুলাই ০৬, ২০১৪

লাল টকটকে মাহি

লাল টকটকে রঙে রাঙা দৃষ্টিনন্দন হেলিকপ্টারে করে হানিমুন চলচ্চিত্রটির স্যুটিং করছে মাহি। পড়েছেন লাল পোশাক আর রাঙা ঠোঁটে সেজেছেন লাল পরীর মতোই। তবে চোখ দুটো তার ঢাকা সানগ্লাসে।


সাভার গলফ ক্লাব মাঠে এ দৃশ্যের চিত্রায়নের জন্যই কপ্টারটি ভাড়া করা হয়েছে।

কপ্টার থেকে নেমে আসছেন মাহিয়া মাহি। এটা তার ব্যক্তিগত কোনো হেলিকপ্টার না। দৃশ্যটি ‘হানিমুন’ ছবির।

মাহি জানালেন, 'এতক্ষণ ‘হানিমুন’ ছবির কাজ করছিলাম। ওই ছবির চিত্রায়নে ব্যবহার করা হয়েছে এই হেলিকপ্টারটি।' সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘হানিমুন’-এ মাহির সঙ্গে অভিনয় করছেন বাপ্পী।