বাণিজ্যিক ছবিতে অভিনয় করে সাফল্যের পর
এবার অন্য ধারার চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী সাইফ পত্নী করিনা কাপুর খান। বাণিজ্যিক ছবির আলাদা একটা
ধারা আছে বলেও মনে করেন করিনা।
এক সময় বক্স অফিসে একের পর এক বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন তিন খানের সব সময় পছন্দের এই নায়িকা। 'গোলমাল রিটার্ন্স’, ‘বডিগার্ড’, ‘রা ওয়ান’ এর নায়িকা এখন মূলধারার ছবি থেকে একটু অন্য স্বাদের ভিন্ন ধারার চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে বেশি আগ্রহী কারিনা তবে তার চিত্রনাট্যা পছন্দ ও উচুঁমানের হতে হবে। বর্তমানে ‘দেব’, ‘ওমকারা’ বা ‘চামেলি’র মতো ছবি আর করতে চান না তিনি।
চলচ্চিত্রে যে অবস্থানে কারিনা আছেন, তিনি মনে করেন নতুন করে প্রমাণ করার কিছু নেই তার। বন্ধুত্বের খাতিরে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন কারিনা কিন্তু বর্তমানে চিত্রনাট্য দেখে শুনে বুঝে অভিনয় করবেন।
কারিনা আরও বলেন, ‘ডার্টি পিকচারের’ মতো সাহসী চলচ্চিত্র করার কোনো ইচ্ছা তার নেই। বর্তমানে ‘গোলমাল থ্রি’, ‘সিংহাম রিটার্ন্স’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।
এক সময় বক্স অফিসে একের পর এক বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন তিন খানের সব সময় পছন্দের এই নায়িকা। 'গোলমাল রিটার্ন্স’, ‘বডিগার্ড’, ‘রা ওয়ান’ এর নায়িকা এখন মূলধারার ছবি থেকে একটু অন্য স্বাদের ভিন্ন ধারার চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে বেশি আগ্রহী কারিনা তবে তার চিত্রনাট্যা পছন্দ ও উচুঁমানের হতে হবে। বর্তমানে ‘দেব’, ‘ওমকারা’ বা ‘চামেলি’র মতো ছবি আর করতে চান না তিনি।
চলচ্চিত্রে যে অবস্থানে কারিনা আছেন, তিনি মনে করেন নতুন করে প্রমাণ করার কিছু নেই তার। বন্ধুত্বের খাতিরে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন কারিনা কিন্তু বর্তমানে চিত্রনাট্য দেখে শুনে বুঝে অভিনয় করবেন।
কারিনা আরও বলেন, ‘ডার্টি পিকচারের’ মতো সাহসী চলচ্চিত্র করার কোনো ইচ্ছা তার নেই। বর্তমানে ‘গোলমাল থ্রি’, ‘সিংহাম রিটার্ন্স’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।