ক’দিন আগেই নতুন একটি ছবিতে নগ্ন হয়ে
অভিনয় করে আলোচনায় এসেছিলেন হলিউড অভিনেত্রী কেট হাডসন । সেই ছবির শুটিং এরই
মধ্যে অনেকখানি শেষ হয়েছে। নতুন খবর হলো সমপ্রতি একটি পার্টিতে অবাক করা
কা- ঘটিয়ে আবারও সংবাদে পরিণত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।
এদিন রাতে হলিউডের আরেক অভিনেত্রী পামেলা এন্ডারসনের একটি পার্টি ছিল।
এখানে পামেলার ঘনিষ্ঠ হলিউড সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়। সেই অতিথি
তালিকার মধ্যে ছিলেন কেট হাডসনও। এ অভিনেত্রী একটি কালো রঙা গাউনে সেখানে
হাজির হন। কিন্তু কিছক্ষণ পরেই তিনি যখন অতিথিদের সামনের সারিতে বসলেন তখন
লক্ষ্য করা গেল কোন আন্ডারওয়্যার পরেননি তিনি। তার গোপনাঙ্গ সম্পূর্ণ
উন্মুক্ত অবস্থায় রয়েছে। এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতেও দেরি করেননি আগত অনেক
অতিথি। তবে এ সময় কেটকে তেমন একটা বিব্রত মনে হয়নি। বেশ সাবলীল ভঙ্গিতে বসেই
সবার সঙ্গে গল্প করছিলেন তিনি। আর কেটের এমন অদভুত কা-ে অবাক হয়েছেন
পার্টিতে উপস্থিত সবাই। কারণ জনসম্মুখে এমনভাবে এই প্রথমবারের মতো এসেছেন এই অভিনেত্রী। এদিকে কেট হাডসনের সেই আন্ডার-ওয়্যারবিহীন নগ্ন ছবি
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ইন্টারনেটে। দু’-একটি ওয়েবসাইটও সেই ছবি দিয়ে সংবাদ প্রকাশ করেছে। এর মাধ্যমে টক অব দ্য টাউন-এ
পরিণত হয়েছেন কেট। বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও এ নিয়ে
পরবর্তী-কালে কেটের কোন মন্তব্য পাওয়া যায়নি। কথা বলেননি তার ম্যানেজারও।