বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ফেরাউন’, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নাস্তিক’ ও প্রেসিডেন্ট আবদুল হামিদকে ‘বটতলার উকিল’ বলার অভিযোগে নর্দান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসের শিক্ষক ও ক্যাম্পাস ইনচার্জের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট আবদুল মালেক গতকাল ঢাকা মহানগর হাকিম মো. আতিকুর রহমানের আদালতে মানহানির মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক রাজিব হাসনাত শাকিল ও ক্যাম্পাস ইনচার্জ ড. আনোয়ারুল করিম। ঢাকার মহানগর হাকিম মো. আতিকুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি কোতোয়ালি থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আর্জি থেকে জানা যায়, নর্দান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসে ক্লাস চলাকালে আইন বিভাগের শিক্ষক রাজিব হাসনাত শাকিল বঙ্গবন্ধু, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের কটূক্তি করেন। বাদী বঙ্গবন্ধুর নামে করা ফাউন্ডেশনের সভাপতি। প্রধানমন্ত্রী উক্ত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং বর্তমান প্রেসিডেন্ট একজন স্বনামধন্য আইনজীবী ও বহুবারের সংসদ সদস্য। তাদের হেয়প্রতিপন্ন করতে মানহানিকর বক্তব্য প্রকাশ করায় বাদী ক্ষুব্ধ হয়েছেন।