‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হাইওয়ে’ ও ‘টু স্টেটস’-এর পর ক্যারিয়ারের চার নম্বর ছবি 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া'য় পাঞ্জাবি মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। এ ছবির ট্রেলারে ভারতের চিরচেনা মেয়েদের মতোই দেখা গেছে তাকে। ফলে অসংখ্য মানুষ তার গুণমুগ্ধ হয়ে গেছেন। ছবিটিতে আলিয়ার এই সাজগোজ ভারতের অনেক মায়ের মন জয় করেছে। ফলে একের পর এক বিয়ের প্রস্তাব আসছে তার দুয়ারে। আলিয়াকেই নিজেদের ছেলের সঙ্গে মানাবে বলে মনে করছেন মায়েরা। আলিয়ার সুন্দর মুখ, নম্রতা, ভদ্রতা ও সারল্য মুগ্ধ করেছে তাদের। তার মধ্যে লক্ষ্মীবউ হওয়ার সব গুণাবলি আছে বলে মনে করছে মায়েরা। মায়েদের অনেকেই এরই মধ্যে আলিয়ার মা সোনি রাজদানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন। প্রস্তাব প্রত্যাখান করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সোনিকে। তবে ২১ বছর বয়সেই মেয়ে সবার নজর কেড়ে নেওয়ায় মা হিসেবে তিনি খুশি। এখনও মেয়ের বিয়ের বয়স হয়নি বলে মনে করেন সোনি। করণ জোহর প্রযোজিত ও শশাঙ্ক খৈতান পরিচালিত 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে আলিয়ার সহশিল্পী বরুণ ধাওয়ান।