৫ই জানুয়ারির
একতরফা নির্বাচনের পর আওয়ামী লীগ একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে
বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেছেন, আওয়ামী লীগের
মতো একটি দল রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবেলা করতে পারছে না। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। সে কারণে দলটির নেতারা অবান্তর কথা বলছেন। আজ
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক বিরোধী দলীয় চিফ
হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার তিন বছর পূর্তি উপলক্ষে
স্বাধীনতা ফোরাম আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা আলমগীর বলেন, যেই হাসানুল হক ইনু গণবাহিনীর নেতৃত্ব দিয়ে সশস্ত্রভাবে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে
সংগ্রাম করেছিলেন। সেই ইনু এখন আওয়ামী লীগের মন্ত্রী হয়েছেন। দুদিন আগে ‘তথাকথিত সরকারের’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির
চেয়ারপারসনকে নিয়ে ভয়ংকর কথা বলেছেন। তিনি বলেছেন, খালেদা জিয়া জঙ্গিবাদ ও রাজাকারের
সমর্থক। তাই তাকে সরিয়ে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারা এ কথা বলতে পারেন। কারণ তারাই গণবাহিনী তৈরি করে শেখ মুজিবের বিরুদ্ধে সংগ্রাম
করেছিলেন। অনেককে সরিয়েও দিয়েছিলেন। এসময় খালেদা জিয়ার এতটুকু ক্ষতি হলে দায়
সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। মির্জা আলমগীর বলেন, জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলা মূলত ব্যক্তি ফারুক
নয়, এটা সংসদীয় গণতন্ত্রের ওপর আক্রমণ। কারণ যারা এ আক্রমণ করেছিল সরকার তাদেরকে পুরস্কৃত করেছে।
এমনকি অনেক টাকা দিয়ে সেসব পুলিশ কর্মকর্তাদের বিদেশে ছুটি কাটানোর
ব্যবস্থা করেছিল। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই। সংগঠনের
সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির প্রচার
সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন,
সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম
মোশাররফ হোসেন, এলডিপির নেতা শাহাদাত হোসেন সেলিম
প্রমুখ বক্তব্য রাখেন।