চলতি বিশ্বকাপ ফুটবলের কারণে সংযুক্ত আরব আমিরাতে ৪৭ ভাগ পরিবারে তালাকের শঙ্কা তৈরি হয়েছে বলে এক সমীক্ষায় বলা হয়েছে। প্রিয় দলকে সমর্থন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে তা বিবাহবিচ্ছেদের দিকে গড়াতে পারে বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। ৩০০ জোড়া দম্পতির ওপর সমীক্ষাটি চালানো হয়।
আর এ কারণে বিশ্বকাপে প্রিয় দলের সমর্থনে উল্লাস প্রকাশ করতে স্বামী, স্ত্রী, মা, বাবা, সন্তানদের সতর্ক করে দিয়েছেন ফ্যামিলি কনসালটেটিভ কাউন্সিলের প্রধান মোহাম্মদ আল মুহারাজি।
তিনি জানিয়েছেন, অনেক সময় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়াটা এমন পর্যায়ে চলে যেতে পারে, যার পরিণতি তালাকে গড়াতে পারে।
অথচ জানতে চাওয়া হলে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৭০ ভাগ স্ত্রী জানিয়েছেন, তারা তাদের স্বামীদের সাথে ফুটবল খেলা দেখতে আগ্রহী নন। তবে ২০.৫ ভাগ জানিয়েছেন, তারা তাদের স্বামীদের সাথে খেলা দেখতে আগ্রহী।
সমীক্ষায় বলা হয়, প্রায় ৮৪ ভাগ স্বামী গভীর আগ্রহ নিয়ে খেলা দেখেন। আর ৬৭ ভাগ স্ত্রী জানিয়েছেন, খেলা চলাকালে তারা তাদের স্বামীদের কাছ থেকে বাজে ব্যবহারের আশঙ্কা করেন। এসব স্ত্রী এই আশঙ্কায় ভুগতে থাকেন যে, ওই বাজে ব্যবহারের ফলে ঝগড়া এবং এমনকি মারামারি পর্যন্ত হতে পারে।
মাত্র ১২ ভাগ স্ত্রী জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের পরিবারে কোনো অশান্তি নেই। এটা তাদের বিয়েতে কোনো প্রভাব ফেলছে না।
সমীক্ষায় ৩২ বছর বয়স্কা এক তালাকপ্রাপ্তা নারীর কথাও উল্লেখ রয়েছে। স্বামীর প্রিয় দল পরাজিত হওয়ার পর তাদের মধ্যকার ঝগড়ার একপর্যায়ে বিবাহবিচ্ছেদ হয়ে যায়।