জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন অধিনায়ক ফিলিপ লাম। আজ তিনি এ ঘোষণা দিয়েছেন। তবে ২০১৮ সাল পর্যন্ত জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে খেলে যাবেন এ ডিফেন্ডার। একজন ফুটবলারের জীবনে সবচেয়ে বড় পাওয়া বিশ্বকাপের শিরোপা। এবার ব্রাজিল বিশ্বকাপ থেকে ফিলিপ লামের নেতৃত্বে ২৪ বছর পর সেটা জিতে এসেছে জার্মানি। আর এমন মধুর স্মৃতি নিয়েই শিরোপা জেতার এক সপ্তাহের মধ্যেই তিনি বিদায় বললেন আন্তর্জাতিক ফুটবলকে। ১৯৯৬ সালের ইউরো’র শিরোপা জেতার পর জার্মানির এটিই ছিল কোন মেজর শিরোপা। নিজের অবসর সম্পর্কে লাম বলেন, ‘গত মওসুমেই আমি অবসরের কথা ভাবছিলাম। আর এখন বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ফুটবল থেকে আমার বিদায় নেয়ার সঠিক সময় এটি। জাতীয় দলের খেলে প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’ অন্যদিকে জার্মানি ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট উল্ফগ্যাং নিয়েরবাচ লামের অবসর নিয়ে বলেন, ‘আজ সকালেই ফিলিপ তার সিদ্ধান্তের কথা আমাকে জানালো। আমি খুব দ্রুতই বুঝে গেলার তার এ সিদ্ধান্ত থেকে আমি তাকে ফেরাতে পারবো না। ১০ বছর ধরে সে শুধু দেশের একজন খেলোয়াড়ের ভূমিকাই পালন করেনি, একজন পূর্ণ আদর্শ খেলোয়াড়ে পরিণত হয়েছে সে। দেশের জন্য সে যা করেছে তার জন্য তাকে অনেক ধন্যবাদ।’ লাম ডিফেন্ডার হলেও মিডফিল্ডেও দারুণ খেলেন তিনি। অনেকবার নিজের এ উভয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। ২০০৪ সালের দেশের হয়ে অভিষেক হওয়ার পর তিনি বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলেছেন ১১৩ ম্যাচ। করেছেন ৫টি গোল। তিনি জার্মানির হয়ে ২০০৪, ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ খেলেছেন। দেশের হয়ে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এক নজরে ফিলিপ লাম জন্ম: ১৯৮৩ (৩০) জন্মস্থান: মিউনিখ (জার্মানি) উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি পজিশন: ডিফেন্ডার/মিডফিল্ডার অভিষেক: ২০০৪ ম্যাচ: ১১৩, গোল: ৫