শুক্রবার, জুলাই ০৪, ২০১৪

সুনন্দা পুষ্করের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে তোলপাড়

ফের আলোচনায় ভারতের বহুল আলোচিত সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী ঠারুরের প্রয়াত স্ত্রী সুনন্দা পুুষ্কর। তার ময়নাতদন্ত রিপোর্ট বদলে দিতে চাপ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ডা. সুধীর গুপ্ত। তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)-এর চিকিৎসক। কিন্তু অভিযোগ অস্বীকার করেছে এআইআইএমএস। তারা বলেছে, সুধীর যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। সহকর্মী ডা. নির্জা ভাটিয়াকে সঙ্গে নিয়ে এআইআইএমএস-এর কর্মকর্তা অমিত গুপ্ত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ডা. সুধীর গুপ্তের অভিযোগ ভিত্তিহীন। ময়নাতদন্ত রিপোর্ট পাল্টে দিতে তার ওপর কোন চাপ ছিল না। এআইআইএমএস-এর মুখপাত্র পরে আরও বলেন, সুনন্দা পুষ্করের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করতে কারও উপরই কোন চাপ ছিল না। ডা. নির্জা ভাটিয়া বলেন, আমরা যতদূর জানি, সুনন্দা পুষ্করের ময়নাতদন্ত রিপোর্ট অবৈধভাবে পরিবর্তিত হয়েছে, এমন কোন প্রমাণ আসলেই নেই। মিথ্যা অভিযোগ উত্থাপনের দায়ে এখন ডা. সুধীর গুপ্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে এআইআইএমএস-এর মুখপাত্র জানান, যদি প্রয়োজন হয় তাহলে ইনস্টিটিউট প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। তবে তিনি নিশ্চিত করে বলেছেন, তাকে তার পদ থেকে সরানোর কোন চেষ্টা ছিলও না, এখনও নেই। এ ব্যাপারে নির্জা ভাটিয়া বলেছেন, সুধীর গুপ্ত এআইআইএমএস-এর ফরেনসিক বিভাগের প্রধান। তাকে তার পদ থেকে সরানোর ব্যাপারে কোন আলোচনা হয়নি। ডা. অমিত গুপ্ত বলেন, আমরা ডা. সুধীর গুপ্তের সাথে যোগাযোগের চেষ্টা করে আসছি। তিনি ছুটিতে আছেন। তিনি পালাচ্ছেন না। তিনি এই ইনস্টিটিউটের অংশ। সুনন্দা পুষ্কর খুন হয়েছেন- এমন দাবি পুনর্ব্যক্ত করে যথাযথ তদন্ত দাবি করেছিলেন বিজেপি’র সিনিয়র নেতা ও প্রখ্যাত আইনজীবী সুব্রানিয়াম স্বামী। এর কয়েক ঘণ্টা পরই এআইআইএমএস-এর এই সংবাদ সম্মেলন। সুব্রানিয়াম স্বামী বলেন, আমি শুরু থেকেই বলে আসছি সুনন্দা পুষ্কর পেশাদার সন্ত্রাসীদের দ্বারা খুন হয়েছেন। এ দাবির পক্ষে শক্ত নতুন প্রমাণ বের হয়ে আসছে। তাই এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সুনন্দা বলেছিলেন যে, তিনি আইপিএল দুর্নীতির খবর ফাঁস করে দেবেন। মানুষ বুঝে ওঠার আগেই কিভাবে একজন মানুষ মারা যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার শবদাহ হয়ে গেল? তিনি আরও বলেন, সুনন্দা পুষ্করের ময়নাতদন্ত রিপোর্ট পরিচালনা করা হবে- এমন সময়ে এআইআইএমএস-এ ভর্তি করা হয়েছিল শশী ঠারুরকে। উল্লেখ্য, আইপিএল দুর্নীতির জেরে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার হয়েছিলেন কংগ্রেস নেতা শশী ঠারুর। গতকাল ডা. সুধীর গুপ্ত বলেছিলেন, পুষ্করের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দিতে তার উপর চাপ দেয়া হয়েছে। সুনন্দা পুষ্করের মৃতদেহের ময়নাতদন্ত পরিচালনাকারী বিশেষজ্ঞ দলের প্রধান হচ্ছেন ডা. সুধীর গুপ্ত। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিফ ভিজিলেন্স কমিশনে অভিযোগ করেছেন, পুষ্করের মৃত্যুর ঘটনাকে ‘স্বাভাবিক’ দেখাতে শীর্ষ কর্মকর্তারা তাকে চাপ দিয়েছেন। তবে চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন তিনি। তিনি তার ময়নাতদন্ত প্রতিবেদনে বলেছেন, নেশাজাত দ্রব্য প্রয়োগে মৃত্যু হয়েছে পুষ্করের। তবে এটি আত্মহত্যা বা হত্যা- যে কোন কিছুই হতে পারে।