চলতি প্রজন্মের অভিনেত্রীর মধ্যে নিজের একটি অবস্থান
গড়তে সক্ষম হয়েছেন আলিয়া ভাট। তার অভিনীত প্রায় সব ছবিই দর্শকমহলে প্রশংসা
কুড়িয়েছে। বলিউডের পরিচালকদের কাছে এখন আলিয়ার চাহিদাও বেশ। কিন্তু এ
নয়িকার বৃহস্পতি যখন তুঙ্গে তখন নাকি তাকে পেয়ে বসেছে প্রেমরোগ! বিষয়টি
অবাক করার মতো হলেও সত্যি। কারণ, আলিয়া প্রথম ছবির পর ঘোষণা দিয়েছিলেন
প্রেম-ভালবাসা তাকে দিয়ে হবে না। শুধুমাত্র বলিউডে নিজের ক্যারিয়ারই এখন
তার কাছে মুখ্য বিষয়। কিন্তু নিজের কথা রাখতে পারেননি আলিয়া। সম্প্রতি
গুঞ্জন উঠেছে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
‘হাম্পটি সিং কি দুলহানিয়া’ ছবিতে অভিনয় করতে করতেই তাদের সম্পর্ক ঘনিষ্ঠ
হয়। যদিও এর আগে প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এও তার কো-আর্টিস্ট
ছিলেন বরুণ। কিন্তু তখন বন্ধুত্ব পর্যন্তই সীমাবদ্ধ ছিল এই সম্পর্ক। আর
দ্বিতীয় ছবিটি করতে গিয়েই বরুণের প্রেমে পড়ে যান আলিয়া। এ ছবির প্রচারণার
বাইরেও বরুণ-আলিয়াকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে। সম্প্রতি একটি
নাইটক্লাবে একসঙ্গে তাদের আবিষ্কার করার পর এ গুঞ্জনটি আরও বেশি করে পাখা
মেলে। ভারতের দু-একটি মিডিয়াও বিষয়টি নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করে।
কিন্তু বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আলিয়াকে প্রশ্ন করা হলেও ‘নো কমেন্টস’ বলে
এড়িয়ে গেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে বেশ হাসিমুখে কথা বলেছেন বরুণ। এ বিষয়ে
তিনি বলেন, আলিয়া ও আমি অনেক ভাল বন্ধু। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ। তবে এ নিয়ে
এতো আলোচনারও কিছু নেই। এদিকে অনেকেই বলছেন আলিয়া-বরুণ তাদের সম্পর্কটা
আড়াল করতে চাচ্ছেন। আবার কেউ কেউ বিষয়টিকে দেখছেন শুধু স্ট্যান্টবাজি
হিসেবে।