অবশেষে অভিমানেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন ফ্রেড। সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের হতাশাজনক ৭-১ গোলে হারের পর ভেঙে পড়েছে পুরো ব্রাজিল। দলের কেউই তেমন ভাল করতে না পারলেও দর্শকরা ফ্রেডকেই বলির পাঁঠা বানিয়েছেন। ব্রাজিল-জার্মানি ম্যাচে নিজ দেশের সমর্থকরাই ফ্রেডকে দুয়োধ্বনি দিয়েছে। এ বিশ্বকাপে মাত্র একটি গোল করতে পেরেছেন ৩০ বছর বয়সী ফ্রেড। আরও কিছুদিন দেশের হয়ে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু অভিমানী ফ্রেড শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ই বলে দিলেন। ২০০৫ সালে অভিষেক হওয়ার পর তিনি দেশের হয়ে ৩৯ ম্যাচে করেছেন ১৮ গোল। সবচেয়ে দৃষ্টিকাড়া পারফরমেন্স ছিল গত বছর ফিফা কনফেডারেশন্স কাপে। ব্রাজিলকে শিরোপা জিততে তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল করে সিলভার বুট জিতেছিলেন। স্পেনের বিপক্ষে ফাইনালে করেছিলেন জোড়া গোল। দেশের হয়ে তিনি দুই বিশ্বকাপে দুই গোল করেছেন। দেশের হয়ে তিনি প্রথম গোল করেন ২০০৫ সালে অভিষেকের বছর। সংযুক্ত আরব আমিরাতকে প্রীতি ম্যাচে ৮-০ গোলে হারাতে তিনি একটি গোল করেন।