জমে উঠল গল টেস্ট। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা তুলল ১ উইকেটে ১১০। ফলে পঞ্চম দিনের সমীকরণ—শ্রীলঙ্কার প্রয়োজন ২৬০ রান আর দক্ষিণ আফ্রিকার ৯ উইকেট।
শ্রীলঙ্কা পারবে লক্ষ্যে পৌঁছাতে? সে উত্তর জানা যাবে আগামীকাল। তবে লঙ্কানদের স্বপ্ন দেখাচ্ছেন মূলত কুমার সাঙ্গাকারা। এ বাঁ-হাতি অপরাজিত আছেন ৫৮ রানে।
আগের দিনের সঙ্গে মাত্র ৯ রান যোগ করে শ্রীলঙ্কা অলআউট হয় ২৯২ রানে। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৫০.২ ওভারে ৬ উইকেটে ২০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। সর্বোচ্চ ৫১ আসে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। লঙ্কান বোলারদের পক্ষে দিলরুয়ান পেরেরা একাই তুলে নেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার চোখে জয়ের স্বপ্ন। এ কারণে প্রায় দেড় দিন লঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলার। চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য ৩৭০।
এ সমীকরণে ব্যাট করতে নেমেই ডেল স্টেইনের আঘাতে ১৪ রানের মাথায় ফিরে গেলেন উপুল থারাঙ্গা। এরপর অবশ্য উইকেটে দাঁড়িয়ে গেছেন কুশল সিলভা ও সাঙ্গাকারা। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে অবিচ্ছিন্ন ৯৬। সাঙ্গাকারা অপরাজিত ৫৮ ও কুশল ৩৭ রানে। টেন ক্রিকেট ও ত্রিকইনফো।
শ্রীলঙ্কা পারবে লক্ষ্যে পৌঁছাতে? সে উত্তর জানা যাবে আগামীকাল। তবে লঙ্কানদের স্বপ্ন দেখাচ্ছেন মূলত কুমার সাঙ্গাকারা। এ বাঁ-হাতি অপরাজিত আছেন ৫৮ রানে।
আগের দিনের সঙ্গে মাত্র ৯ রান যোগ করে শ্রীলঙ্কা অলআউট হয় ২৯২ রানে। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৫০.২ ওভারে ৬ উইকেটে ২০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। সর্বোচ্চ ৫১ আসে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। লঙ্কান বোলারদের পক্ষে দিলরুয়ান পেরেরা একাই তুলে নেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার চোখে জয়ের স্বপ্ন। এ কারণে প্রায় দেড় দিন লঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলার। চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য ৩৭০।
এ সমীকরণে ব্যাট করতে নেমেই ডেল স্টেইনের আঘাতে ১৪ রানের মাথায় ফিরে গেলেন উপুল থারাঙ্গা। এরপর অবশ্য উইকেটে দাঁড়িয়ে গেছেন কুশল সিলভা ও সাঙ্গাকারা। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে অবিচ্ছিন্ন ৯৬। সাঙ্গাকারা অপরাজিত ৫৮ ও কুশল ৩৭ রানে। টেন ক্রিকেট ও ত্রিকইনফো।