আগামী
৯ আগস্ট
থেকে লন্ডনে
যে ‘ওয়ার্ল্ড
কাবাডি লিগ’
শুরু হবে,
সেখানে ‘দ্য
হায়রে গ্রুপ’
সঙ্গে মিলিতভাবে
একটি দল
কিনলেন ‘দাবাং’
খ্যাত এই
নায়িকা।
সোনাক্ষী
সংবাদমাধ্যমকে জানান,
"আমি এই
কাবাডি লিগের
সঙ্গে যুক্ত
হয়ে খুব
আনন্দিত হয়েছি।
এটি আমার
প্রথম পদক্ষেপ
দেশের খেলাকে
উন্নত করার
জন্য।"
এদিকে
দলটির কি
নাম হবে
এখনও তা
নির্ধারিত হয়নি।
২৬টি দেশজুড়ে
এই কাবাডি
লিগটি হবে
এবং ‘ফর্মুলা
ওয়ান’ খেলার
ধরন মেনে
এই লিগটিতে
খেলা হবে।






