ইদানিং কিছু না বুঝেই ঠোঁট রাঙানোটাকে আমাদের নারীরা অনুসরণ করছে। আসলে তারা কি জানে- লাল লিপস্টিকের কি অর্থ? যদি জানতে পারেন- লাল লিপস্টিক আপনাকে কামার্ত মানুষ হিসাবে উপস্থাপন করছে। তবুও কি আপনি সেটা ব্যবহার করবেন? হ্যাঁ, লাল লিপস্টিকে ঠোঁট রাঙানোর অর্থ হচ্ছে- আমি কামনায় কাতর, এখনই মিলনে আগ্রহী! এটা বৈজ্ঞানিক ভাবেই প্রমানিত। এছাড়াও বহুকাল যাবৎ প্রতিষ্ঠিত ঠোঁটে লাল রঙের এটাই অর্থ।
বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে, নারী যখন যৌন মিলনের আগ্রহে অধীর হয়ে ওঠে, তখন তার ঠোঁটে রক্ত জমা হয় ও ফলে ঠোঁট হয়ে ওঠে রক্তিম। কেননা নারীর ঠোঁটের সাথে যৌনাঙ্গের অনুভূতির সরাসরি যোগাযোগ আছে। নারীর যৌন উত্তেজনার বাহ্যিক লক্ষণগুলোর মাঝে অন্যতম হচ্ছে ঠোঁট লাল হয়ে ওঠা। অনেক প্রাচীন কাল থেকেই মানুষ এটা জানত, এটা জানার জন্য বিশাল বিজ্ঞানী হতে হয় না। একান্ত মুহূর্তে এক ঝলক আয়না দেখলেই জেনে যাবেন এর সত্যতা।
কৃত্রিমভাবে ঠোঁটে এ লালচে আভা ফুটিয়ে তোলার জন্যই মূলত লিপস্টিক নামক প্রসাধনের আবিষ্কার। প্রাচীন নারীরা নানান রকম ফল, পান, ফুলের রস দিয়ে ঠোঁটকে রক্তিম করে তুলতেন পুরুষকে যৌন মিলনে আগ্রহী করে তুলতে আর নিজেকে যৌনতায় সক্ষম বোঝাতে।






