যৌনতা শব্দটায় যারা আঁশটে গন্ধ খুঁজে পান তাদের স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে বলি বাজারে নিজের জায়গা করে নিয়েছেন সানি লিওন । কনডোমের বিজ্ঞাপনী সম্মোহন থেকে মোবাইলে ‘জিসম-২’ এর ক্লিপিং অথবা ‘বেবিডল’-এর কামাতুর হাতছানি সবেতেই হট ফেভারিট তিনি । অভিনয় সত্ত্বাকে শিকেয় তুলে শরীরী হিল্লোলেই বক্স অফিস মাত করেছেন এই ইন্দো-কানাডিয়ান পর্ণস্টার । এবার ‘হেট স্টোটি ২’ছবিতে একটি আইটেম নাম্বারে পর্দায় ধরা দেবেন সানি । ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেট স্টোরি’এটি তারই সিক্যুয়েল
যে গানটিতে সানির মরাল বাঁক, ভয়াল উপত্যকা চেখে দেখবে ক্যামেরা তার নাম‘পিঙ্ক লিপস’। ‘বেবি ডল’-এর কম্পোজার মিত ব্রাদার্স এই গানটিও কম্পোজ করেছেন | গেটি সিদ্দিকির কোরিয়োগ্রাফির জাদুতে ঠোঁট গুলাবি হয়ে উঠবে সানির শ্যুটিং চলাকালীন সানির সঙ্গে তোলা নিজের একটি ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করেছেন গেটি “পিঙ্ক লিপসের শ্যুটিং করে আমি খুব মজা পেয়েছি”…ট্যুইটারে জানিয়েছেন সানি
‘হেট স্টোটি ২’-এর পরিচালক বিশাল পান্ডায়া জানিয়েছেন, “এটা একটা আইটেম নাম্বার | সানির জন্য ভীষণ স্পেশাল এই গানটা ও খুব ভাল পারফর্ম করেছে” সুশান্ত সিং, সুরভিন চাওলা অভিনীত ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ জুলাই
কিন্তু সানির একি হল! বিকিনি ছেড়ে বই-খাতা হাতে তুলে নিলেন তিনি!ব্ল্যাকবোর্ড, কোয়েশ্চেন পেপার, পরীক্ষার হল এসবই নাকি এখন রয়েছে তাঁর জীবন জুড়ে? তাঁর মায়াবী ঠোঁটের সিক্ততা যে পুরুষ ভক্তদের হৃদয়ে ঝড় তোলে তারা যে অনশনে বসবেন! আসলে সানি এবার স্কুল টিচারের ভূমিকায় | বলিউডে প্রেজেন্ট প্লিজের পর এবার তামিল সিনেমাতেও হাজির এই পর্ণস্টার জি নাগেশ্বরা রেড্ডির পরিচালনায় ‘কারেন্ট তেগা’-তে মনোজ মাঞ্চুর নায়িকা হবেন বলি টাউনের‘বেবি ডল জানা গিয়েছে ‘ভারুথাবাদাথা ভালিবার সঙ্গম’ সিনেমার রিমেক হিসাবে তৈরি হচ্ছে আসন্ন ছবিটি
মোমগলা ত্বকের মুগ্ধতায়, তীব্র সুখের আবেশে পর্দায় সানির শরীর খেলায় বশ হয়েছেন দর্শক এবার সানির ক্লাসরুমে স্টুডেন্ট অ্যাটেনডেন্স কেমন থাকে সেদিকেই তাকিয়ে বিনোদন দুনিয়া