রিচা
জানান যে
সানির সঙ্গে
তাঁর কোনো
ধরনের বিবাদ
নেই এবং
তিনি সানির
প্রতি যথেষ্ট
শ্রদ্ধা আছে।
মিলাপ জাভেরীর
এই সিনেমা
সেক্স কমেডি
কেন্দ্রিক এবং
রিচা মনে
করছেন না
তিনি এখনই
এই ধরনের
ছবিতে অভিনয়
করতে প্রস্তুত।
‘ওয়ে
লাকি লাকি
ওয়ে’ সিনেমার
নায়িকা সংবাদমাধ্যমের
কাছে জানিয়েছেন,
'আমি ও
আমার টিম
এক্ষুনি এই
ধরনের কাজের
জন্য প্রস্তুত
নই। সানির
সঙ্গে এই
নিয়ে তিন
নম্বর ছবি
বাতিল হওয়াটা
নেহাতই কাকতালীয়
ঘটনা, এর
অন্য কোনো
কারণ নেই।’
তবে
বিষয়টি এত
সহজ বোধহয়
নয়, সানির
প্রতি কোনো
বিরূপ মনোভাব
থাকার কারণেই
রিচা এই
ভাবে একের
পর এক
ছবিতে কাজ
করতে রাজি
হচ্ছেন না
এমনই আলোচনা
চলছে বলিউডে।






