তারকাদের
জীবনে পান
থেকে চুন
খসলেই সেটা
খবরে পরিণত
হয়। আর
ক্যারিয়ার সচেতন
এই তারকাদের
একটু বেশীই
যেন সতর্ক
থাকতে হয়।
কিন্তু তারাও
তো মানুষ।
বিভিন্ন সময়
পরিস্থিতির শিকার
বা নিজ
স্বভাবের কারণেই
বদমেজাজি বা
রগচটা তারকাতে
পরিণত হয়েছেন।
আজ আপনাদের
জন্য নিয়ে
হাজির হলাম
বলিউডের এমন
সব তারকাদের
নিয়ে যারা
ভারতীয় চলচ্চিত্র
অঙ্গনে রগচটা
বা বদমেজাজি
হিসেবে পরিচিত।






