মোস্ট
ওয়েলকাম ২’
প্রসঙ্গে অনন্ত
বলেন, '“মোস্ট
ওয়েলকাম ২”
ছবিটি ২০১৩
সালের “নিঃস্বার্থ
ভালোবাসা”কে
ছাড়িয়ে যাবে
বলেই আমার
বিশ্বাস। কারণ,
আমি সব
সময় চেষ্টা
করি দর্শকদের
ভিন্ন কিছু
উপহার দিতে
আর আমি
কোয়ালিটি নিয়ে
কখনো সমঝোতা
করি না।’
অনন্ত
আরো জানান,
‘“নিঃস্বার্থ ভালোবাসা”র
সঙ্গে “মোস্ট
ওয়েলকাম ২”
ছবির নির্মাণে
অনেক ভ্যারিয়েশন
আছে। এখানে
অ্যাকশন, রোমান্স,
ইমোশন—সবকিছু
টোটালি ডিফারেন্ট।
“মোস্ট ওয়েলকাম
২” তে
দর্শকেরা সুপার
স্লো মোশন
গান পাবেন,
দুইটা থ্রিডি
অ্যানিমেশন গানও
পাবেন। এ
ছবির মাধ্যমে
আমি বাংলাদেশকে
বিশ্বের দরবারে
হাইলাইট করতে
চাই আরও
অনেক বেশি।
আমার প্রত্যাশা,
তাতে আমি
আগের ছবিগুলোর
মতো দর্শকদের
ভালোবাসা ও
সমর্থন পাব।’
‘খোঁজ—দ্য
সার্চ’ ছবির
মধ্য দিয়ে
বাংলাদেশি চলচ্চিত্রে
পা রাখা
আলোচিত-সমালোচিত
নায়ক অনন্ত
জলিল একে
একে তৈরি
করেছেন ‘হৃদয়
ভাঙা ঢেউ’,
‘দ্য স্পিড’,
‘মোস্ট ওয়েলকাম’,
‘নিঃস্বার্থ ভালোবাসা’—যা
সব দর্শকের
মনে জায়গা
করে নিয়েছে।






