আবারও আলোচনায় উঠে আসলেন হলিউডের
অভিনেত্রী লিন্ডসে লোহান। বরাবরের মতো এবারও নেশায় আসক্তি আর স্বল্প পোশাকে জনসমক্ষে উপস্থিতির জন্যই এ
বিতর্ক।
এবার তার কাণ্ডকারখানা দেখে হতচকিত পড়ে পড়েছে সবাই। সেলফ-রিজেস নামের একটি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে নগ্ন হয়ে দৌড়তে দেখা গেছে তাকে!
ব্রিটেনের একটি ওয়েবসাইট জানিয়েছে, লোহান ওই দোকানের ট্রায়াল রুমে গিয়েছিলেন। এরপর সেখান থেকে পোশাক পাল্টে বেরোনোর সময় পুরনো জামা না পরেই বেরিয়ে চলে আসেন ২৭ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী। লজ্জা ঢাকতে নগ্ন অবস্থাতেই তিনি দৌড়াতে শুরু করেন।
দোকানের এক কর্মচারি জানান, লোহান নগ্ন অবস্থায় দোকান থেকে বেরিয়ে গেলে দোকানের কিছু কর্মচারিও তার পিছু নেন। এরপর তারা লোহানকে ধরে তার শরীর কাপড় দিয়ে ঢেকে দেয়।
এবার তার কাণ্ডকারখানা দেখে হতচকিত পড়ে পড়েছে সবাই। সেলফ-রিজেস নামের একটি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে নগ্ন হয়ে দৌড়তে দেখা গেছে তাকে!
ব্রিটেনের একটি ওয়েবসাইট জানিয়েছে, লোহান ওই দোকানের ট্রায়াল রুমে গিয়েছিলেন। এরপর সেখান থেকে পোশাক পাল্টে বেরোনোর সময় পুরনো জামা না পরেই বেরিয়ে চলে আসেন ২৭ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী। লজ্জা ঢাকতে নগ্ন অবস্থাতেই তিনি দৌড়াতে শুরু করেন।
দোকানের এক কর্মচারি জানান, লোহান নগ্ন অবস্থায় দোকান থেকে বেরিয়ে গেলে দোকানের কিছু কর্মচারিও তার পিছু নেন। এরপর তারা লোহানকে ধরে তার শরীর কাপড় দিয়ে ঢেকে দেয়।